শাকিবের সঙ্গে বিয়ে, যা বললেন নায়িকা বুবলী
শাকিব খানের বিপরীতে ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ সিনেমা থেকে সরে দাঁড়ালেন চিত্রনায়িকা বুবলি। এরপর গণমাধ্যমে খবর বেরিয়েছে, শাকিব খানকে বিয়ে করেছেন বুবলী! তাই শাকিবের ভালো-মন্দ দেখভালের দায়িত্ব তার!
অপরদিকে আরো খবর বেরিয়েছে, শাকিবের আরেকটি ছবিতে নায়িকা হিসেবে থাকছেন নতুন মুখ মিস ওয়ার্ল্ড বাংলাদেশের প্রতিযোগী জান্নাতুল নাঈম এভ্রিল। তার সঙ্গে জুটি হয়ে কাজ করাটা একেবারে কটু দৃষ্টিতে দেখছেন কথিত স্ত্রী বুবলী।
এবার গণমাধ্যমের এহেন খবর প্রকাশে বুবলী মুখোমুখি হয়েছেন। তিনি বলেছেন, গণমাধ্যমের প্রকাশিত এই বিষয়গুলো গুজব। যার কোন সত্যতা নেই।
বুবলী বলেন, মূলত ২৬ জুন জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয় শাপলা মিডিয়ার প্রযোজনায় শাহিন সুমনের পরিচালনায় ‘একটা প্রেম দরকার মাননীয় সরকার’ নামের একটি চলচ্চিত্রের মহরত। এতে শাকিব খানের বিপরীতে আমার অভিনয়ের কথা চূড়ান্ত হয়।
কিন্তু তখন আমি জেনেছিলাম, সিনেমাটির মহরত এখন হলেও, এটির শুটিং শুরু হতে দেরি আছে। তবে এখন দেখছি, সিনেমাটির শুটিং শিগগির শুরু হবে। এদিকে একি প্রযোজকের ‘ক্যাপ্টেন খান’ ছবির শুটিং করছি আমি। যা এখনো শেষ হয়নি।
তাই একটি ছবি শেষ হতে না হতে আরেকটি ছবির কাজ যদি শুরু হয়, তাহলে আমি নিজেকে কিভাবে প্রস্তুত করবো? এই কারণে আমি ছবিটি থেকে সরে গিয়েছি।
তবে এই সরে যাওয়াতে এবার গণমাধ্যমে বিভিন্ন সংবাদ প্রকাশ হয়েছে। যা একেবারে গুজব ও ভিত্তিহীন।