কালিগঞ্জে বাল্য বিবাহ নির্মূলে বাইসাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
কালিগঞ্জে নবযাত্রা প্রকল্পের উদ্যোগে ১৮ জুলাই বুধবার সকাল ১০টায় বাল্য বিবাহ নির্মূলে বাইসাইকেল র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮‘র আগে বিয়ে নয় এই শ্লোগানকে সামনে রেখে ইউএসএআইডি খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম নবযাত্রার আয়োজনে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, সুশীলন, উইনাক ইন্টার ন্যাশনাল এর বাস্তবায়নে আমেরিকার জনগণের পক্ষে ও ওয়ার্ল্ড ভীষণের সহযোগীতায় বাল্য বিবাহ প্রতিরোধে কালিগঞ্জ ফুলতলা মোড় থেকে উপজেলা পর্যন্ত সাইকেল র্যালী অনুষ্ঠিত হয়। পরে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম। কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চুর সঞ্চালনায় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন নবযাত্রা ফিল্ড অফিস কো-অডিনেটর অশিষ কুমার হালদার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারমিন আক্তার, নবযাত্রা প্রজেক্টের জেন্ডার অফিসার তাসনূভা জামান, তারালী ইউপি চেয়ারম্যান এনামুল হোসেন ছোট, বাংলাদেশ সাংবাদিক সমিতি কালিগঞ্জ উপজেলা শাখার সভাপতি শেখ আনোয়ার হোসেন, নবযাত্রা সুশীলন প্রজেক্টের উপজেলা কো-অডিনেটর হাবিবুর রহমান, কলেজ ছাত্র সঞ্জয় মন্ডল ও স্কুল ছাত্রী প্রকৃতি রায় প্রমুখ। অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধি উপস্থিত ছিলেন।