সাতক্ষীরায় ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে এক গৃহবধূকে পিটিয়ে হত্যা:ঘাতক আক্তারুল গ্রেফতার
সাতক্ষীরায় বাঁচাখুকি (৪৫) নামের এক গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার সকাল দশটার দিকে স্থানীয় এলাকাবাসী সদর উপজেলার ফিংড়ি ইউনিয়নের পালিচাঁদ বিলের খাল থেকে তার লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়।
নিহত গৃহবধূ বাঁচাখুকি একই উপজেলার ফিংড়ি ইউনিয়নের ফয়জুল্যাপুর গ্রামের আব্দুল মজিদ কারিকরের স্ত্রী। সে একই গ্রামের আহাদ আলির ছেলে।
ফিংড়ি ইউপি মেম্বর মধুসুদন মন্ডল জানান, বুধবার সকালে ওই গৃহবধূ পালিচাঁদ বিলে ছাগল চরাতে যান। সেখানে আগে থেকেই ওৎপেতে ছিলো একই গ্রামের আহাদ আলির ছেলে মাদকাসক্ত আক্তারুল ইসলাম (২৬) নামের এক যুবক। আক্তারুল ওই গৃহবধূকে পাশের বাগানে নিয়ে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। এক পর্যায়ে ধর্ষণ চেষ্টায় সে ব্যর্থ হয়ে মেহগনি গাছের ডাল দিয়ে ওই গৃহবধূর মাথায় আঘাত করলে তিনি মাটিতে পড়ে যান। এরপর তাকে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে লাশ পালিচাঁদ বিলের একটি খালে সে পুতে রাখে। স্থানীয় এলাকাবাসী লাশটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।
এদিকে, এ ঘটনার পর থেকে ঘাতক আক্তারুলকে আশাশুনি উপজেলার কাদাকাটি গ্রাম থেকে গ্রেফতার করে পুলিশ। স্থানীয় ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মিরাজ এসব তথ্য নিশ্চিত করেছেন।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মোস্তাাফিজুর রহমান জানান, এ খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি আরো জানান, ইতিমধ্যে ঘাতক আক্তারুলকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।