কলারোয়ায় সাংবাদিকের জমি দখল করে ঘর নির্মাণ
কলারোয়া পৌর সদরে রেজাউল ইসলাম নামে এক সাংবাদিক ও পত্রিকা পরিবেশকের নামীয় ভোগদখলীয় জমি জোরপূর্বক দখল করে ঘর নির্মাণ করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক বাদী হয়ে কলারোয়া থানায় একটি লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে জানা গেছে, কলারোয়া পৌর সদরের গদখালী গ্রামের সায়েদ আলী সানার ছেলে সাংবাদিক রেজাউল ইসলাম পৌর সদরের ঝিকরা মৌজার ৪১৩৬ খতিয়ানের ৮০৬১ দাগে .০৪১২ শতক নিজ নামীয় জমিতে পাঁকা ঘর নির্মাণ করে (প্রাচীর দিয়ে ঘেরা) দীর্ঘদিন যাবৎ বসবাস করে আসছেন। তার জমির পাশে সম্প্রতি প্রতিবেশী একই গ্রামের আব্দুল মোতালেব ও তার চার ছেলে লিঠন, টিটু, মিঠু ও মিন্টু ঘর নির্মাণ শুরু করে। ঘর নির্মাণের একপর্যায়ে ১৫ জুলাই ওই সাংবাদিকের জমির আনুমানিক ২২ ইঞ্চি প্রাচীর ভেদ করে জোরপূর্বক জমি দখল করে কলম বেজ ঢালাই দেয় ওই জবর দখলকারীরা। বেজ ঢালাইয়ের আগে তাদেরকে নিষেধ করা সত্ত্বেও তারা কর্ণপাত না করে জোরপূর্বক এ ঢালায়ের কাজ চালিয়ে যায়। এমনকি মঙ্গলবার ভোরে সবার অজান্তে ওই বেজ ঢালাইয়ের গর্ত মাটি দিয়ে ভরাট করে কলমের কাজ শুরু করে। এ বিষয়ে কলারোয়া থানার অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ জানান, এ ঘটনায় তিনি একটি লিখিত অভিযোগ পেয়েছেন। এলাকায় শান্তি-শৃঙ্খলা রক্ষার্থে পুলিশ দিয়ে কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন।