কলারোয়া থানায় ওসি মারুফ আহম্মেদ’র যোগদান
সাতক্ষীরার কলারোয়া থানায় নবাগত অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেছেন মারুফ আহম্মেদ।সোমবার বিকালে পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলামের পরিচালনায় অনাড়ম্বর এক অনুষ্ঠানে অফিসার ইনচার্জ মারুফ আহম্মেদ কলারোয়া থানায় যোগদান করেন। এসময় থানার সকল এসআই, এএসআইসহ অন্যান্য পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। তিনি বিদায়ী অফিসার ইনচার্জ বিপ্লব দেবনাথের স্থলাভিষিক্ত হলেন।
মারুফ আহম্মেদ ২০০১ সালে আউট সাইড ক্যাডেটে এসআই হিসাবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমি শারদায় এক বছর মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি শিক্ষানবিশ সাব-ইন্সপেক্টর হিসাবে কেএমপি খুলনায় বাস্তব প্রশিক্ষণরত ছিলেন। পরে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) খুলনাসহ ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ঢাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ থানায় কর্মরত ছিলেন। মারুফ আহম্মেদ ২০১২ সালে পুলিশ পরিদর্শক পদে পদোন্নতি লাভ করেন। তিনি ২০১২ সালে ইন্সপেক্টর (তদন্ত) হিসাবে ডিএমপি ঢাকার তেজগাঁও বিভাগের শেরে বাংলানগর থানায় দায়িত্ব পালন করেন। অফিসার ইনচার্জ হিসাবে তিনি কেএমপি খুলনার সোনাডাঙ্গা মডেল থানা, দৌলতপুর থানায় কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ২০১৬ সালে খুলনা জেলার পাইকগাছা থানার অফিসার ইনচার্জ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেন। মারুফ আহম্মেদ গোপালগঞ্জ সরকারি বঙ্গবন্ধু বিশ্ববিদ্যালয় কলেজ হতে রাষ্ট্র বিজ্ঞান বিষয়ে স্নাতক ডিগ্রি অর্জন করেন। তিনি গোপালগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্যের ৭৭ পাঁচুড়িয়া মহল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং দু’কন্যা সন্তানের জনক।
কলারোয়া থানা এলাকায় সন্ত্রাস, নাশকতা, জঙ্গিবাদ, চাঁদাবাজি, ইভটিজিং, মাদক, চোরাচালানসহ সকল প্রকার অপরাধ নির্মূল করতে কলারোয়াবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেছেন নবাগত ওসি মারুফ আহম্মেদ।