প্রতিবাদী নারী ভাবনা, হবেন জোছনা!
আশনা হাবীব ভাবনা। জনপ্রিয় এই অভিনেত্রীকে একক নাটক ও টেলিছবিতে প্রায় দেখা যায়। ক্যারিয়ারে অনেক নাটকে কাজ করলেও এখনো দীর্ঘ কোন ধারাবাহিকে দেখা যায়নি তাকে।
এবার প্রথমবারের মতো অনিমেষ আইচের গল্পে নাগরিক টিভির জন্য ‘জোছনাময়ী’ শিরোনামের একটি ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। এরইমধ্যে এটির প্রথমার্ধের শুটিং শেষ হয়েছে। কোরবানির পরে আবার ধারাবাহিকটির শুটিং শুরু হবে।
‘জোছনাময়ী’তে জোছনার ভূমিকায় থাকছেন এই পর্দাকন্যা। এটিতে আরো দেখা যাবে জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে।
প্রথমবার ধারাবাহিকে অভিনয় করা প্রসঙ্গে ভাবনার ভাষ্য, কখনোই লম্বা কোন ধারাবাহিক নাটকে অভিনয় করিনি। কিছু সিরিয়াল করতে গিয়ে আবিষ্কার করেছি কেউ এই কাজটা মনোযোগ দিয়ে করে না। গল্পেরও ঠিক থাকে না। তাই সিরিয়াল করা হয়নি।
কিন্তু নাগরিক টেলিভিশনের এই ধারাবাহিকের চিন্তা আমার ভালো লেগেছে। গল্প ভাবনা ও ধারাবাহিকটির অ্যারেঞ্জমেন্টও আমার পছন্দ হয়েছে। সেই কারণে এই ধারাবাহিকটিতে যুক্ত হয়েছি।
ধারাবাহিকটিতে আমাকে দেখা যাবে একজন প্রতিবাদী নারী রূপে। একটা মেয়ের সংগ্রামের জীবন। তার প্রতিদিনের জীবনচিত্র আমার চরিত্রের মধ্যে দর্শকরা দেখবে। আমাদের আশেপাশে এমন অনেক জোছনা রয়েছে তাদের জীবনের প্রতিচ্ছবি আমার চরিত্রের মধ্যে দেখা যাবে।
এটি সম্পূর্ণ নারীপ্রধান একটি গল্পের ধারাবাহিক। ধারাবাহিকটি নিয়ে বেশ আশাবাদী।
এদিকে এই অভিনেত্রী সম্প্রতি একটি শর্টফিল্মের গল্পও লিখেছেন বলেও জানালেন। আন্তর্জাতিক বাজারের জন্য তিনি শর্টফিল্মটি নির্মাণ করার পরিকল্পনা করছেন। এখন এটির প্রি-প্রোডাকশনের কাজ চলছে।
এর আগেও ভাবনা একটি উপন্যাস লিখেছেন। ‘গুলনেহার’ শিরোনামের তার লেখা এ গল্পে নির্মিত হয়েছে ‘গুলনেহার’ টেলিছবিটি। এটিতে প্রধান চরিত্রে অভিনয় করেন দিলারা জামান।