আশাশুনির ১৬৬ প্রাইমারী স্কুলে বৃক্ষ বিতরণ
আশাশুনি উপজেলার ১৬৬ টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২টি করে বৃক্ষ বিতরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা বন বিভাগ থেকে এ গাছ বিতরণ করা হয়।
সরকার গৃহীত ৩০ লক্ষ শহীদদের স্মরণে ৩০ লক্ষ বৃক্ষ রোপন কর্মসূচির অংশ হিসাবে উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার একযোগে বৃক্ষ রোপন কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। এরই অংশ হিসাবে উপজেলার ১৬৬ টি প্রাথমিক বিদ্যালয়ে ২২টি করে ফলজ, বনজ ও ঔষধী বৃক্ষ রোপনের লক্ষ্যে ৩ হাজার ৬৫২টি বৃক্ষ সরবরাহ করা হয়েছে। বন বিভাগ একই সাথে উপজেলার ৭৪টি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ও মাদরাসায় ২২টি করে বৃক্ষ সরবরাহ করছে। বৃক্ষ বিতরণ উদ্বোধন করেন উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহার। এসময় ফরেস্টার আবুল হোসেন উপস্থিত ছিলেন।
Please follow and like us: