অত কম বয়সে বিয়ে করেছিলেন কেন? উত্তরে শাহরুখ বললেন…
সোশ্যাল মিডিয়ায় বরাবরই অ্যাক্টিভ থাকেন শাহরুখ খান। নিজের দৈনন্দিন রুটিনের অনেক কিছু্ই যেমন শেয়ার করেন অনুরাগীদের সঙ্গে তেমনই নতুন ছবির খবরও দেন ওয়েব দুনিয়ায়। তাঁকে সরাসরি প্রশ্ন করে বহু অনুরাগী উত্তরও পেয়েছেন। কিন্তু সম্প্রতি বেশ কিছু মজার প্রশ্ন পেয়েছেন বলিউড বাদশা। আর তা সামলেছেনও বুদ্ধিদীপ্ত দক্ষতায়।
সম্প্রতি ইনস্টাগ্রামে একটি নতুন ফিচার এসেছে। যার নাম ‘আস্ক মি আ কোয়েশ্চেন’। সেখানেই শাহরুখকে প্রশ্ন করা হয়, ‘আপনি অত তাড়াতাড়ি বিয়ে করেছিলেন কেন?’ অর্থাত্, কেন কম বয়সে শাহরুখ বিয়ে করেছিলেন, তা জানতে চেয়েছেন ওই অনুরাগী।
২৫ বছর বয়সে বিয়ে করেন শাহরুখ।তখন সবে কেরিয়ার শুরু করেছেন। আদৌ বলিউডে নিজের জায়গা তৈরি করতে পারবেন কিনা তা নিয়ে সংশয় রয়েছে। সেই অবস্থাতেই প্রিয় বন্ধু গৌরীকে বিয়ে করেন শাহরুখ। এতদিন পরে অনুরাগীদের প্রশ্ন, অত তাড়াতাড়ি কেন বিয়ে করেছিলেন বলি বাদশা?এর উত্তরে শাহরুখ বলেন, ‘‘ভাই ভালবাসা আর ভাগ্য যে কোনও সময়ে চলে আসতে পারে। দু’টোই গৌরীর সঙ্গে সঙ্গেই এসেছিল।ব্যক্তিগত জীবনে খুব লাজুক স্বভাবের ছিলেন শাহরুখ। ১৮ বছর বয়সে একটি পার্টিতে প্রথম গৌরীর সঙ্গে দেখা হয়েছিল তাঁর। তখন থেকেই বন্ধুত্ব। বাকিটা ইতিহাস। ১৯৯১-এর ২৫ অক্টোবর বিয়ে করেন এই জুটি