আশাশুনিতে পদোন্নতিপ্রাপ্ত প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময়
আশাশুনি উপজেলা সহকারী শিক্ষক পদ থেকে নতুন পদোন্নতি প্রাপ্ত প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মোসাঃ শামসুন্নাহারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে আলোচনা রাখেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। প্রধান শিক্ষক আবুল কালাম আজাদের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, যুব উন্নয়ন কর্মকর্তা এস এম আজিজুল হক ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার আবু সেলিম প্রমুখ। শিক্ষকদের মধ্যে আলোচনা রাখেন, জামালনগর সঃ প্রা/বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা সুলতানা ও ৪০ নং খরিয়াটি সঃ প্রা/বি প্রধান শিক্ষক নজরুল ইসলাম। প্রধান অতিথি স্কুল সুষ্ঠুভাবে পরিচালনা, শিক্ষার মানোন্নয়ন এবং অভ্যন্তরীণ অবস্থা উপযোগি করতে করনীয়তা সম্পর্কে গঠনমূলক আলোচনা উপস্থাপনের পাশাপাশি প্রতিষ্ঠানের স্বার্থে উপজেলা পরিষদ ও প্রশাসনের সহযোগিতা প্রাপ্তির আশ্বাস প্রদান করেন। এছাড়া তিনি আগামী পর্যায়ক্রমে প্রতিটি স্কুলে গমন করার প্রত্যাশা ব্যক্ত করেন। অনুষ্ঠানে পদোন্নতি প্রাপ্ত ৩৪ জন ও নন ক্যাডার প্রধান শিক্ষক হিসাবে নিয়োগ প্রাপ্ত ১ জন শিক্ষক উপস্থিত ছিলেন।