আশাশুনিতে সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন
আশাশুনিতে শিশু সুরক্ষা, অপরাধী সংশোধন ও পুনর্বাসন কল্পে স্থানীয় জনগণের সচেতনতা বৃদ্ধিমূলক প্রশিক্ষণ উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি এ বি এম মোস্তাকিম প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন।
উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাইকার সহায়তায়, উপজেলা সমাজ সেবা বিভাগের সহযোগিতায় ও উপজেলা প্রশাসনের আয়োজনে ৪ দিনের এ প্রশিক্ষণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। উপজেলা সমাজ সেবা অফিসার ইমদাদুল হকের সঞ্চালনায় এতিম ছেলেমেয়েদের জন্য কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, ইউপি চেয়ারম্যান আবু হেনা সাকিল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, প্রশিক্ষণ কেন্দ্রের জেনারেল ম্যানেজার আঃ লতিফ, ট্রেইনার মিজানুর রহমান ও ইউডিএফ দেবু বিশ্বাস। অনুষ্ঠানে ইউপি সদস্য, সিপিপি টিম লীডার ও কর্মী, শিক্ষক প্রমুখ অংশ নেন ।