কালিগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিদায়ী সংবর্ধনা
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব ও উপজেলা ভূমি অফিসের যোত্থ আয়োজনে বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের সভাপতি গোলাম মাঈনউদ্দিন হাসানকে গতকাল সন্ধ্যায় বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের সহ সভাপতি ও উপজেলা সহকারী কমিশনার ভূমি নূর আহম্মেদ মাছুমের সভাপতিত্বে ও ক্লাবের সাধারণ সম্পাদক উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুস সেলিমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিদায়ী সংবর্ধিত অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তার সহধর্মীনি ও উপজেলা লেডিস ক্লাবের সভানেত্রী কানিস ফতেমা তুবা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আকছেদুর রহমান, ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হাসান, উপজেলা কৃষি অফিসার শেখ ফজলুল হক মনি, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মনোজিৎ কুমার মণ্ডল, উপজেলা মৎস্য অফিসার শফিকুল ইসলাম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহারিয়ার মাহামুদ রঞ্জু, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা জেসিয়া জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা কামরুল ইসলাম, উপজেলা পল্লী দারিদ্র বি-মোচন কর্মকর্তা এম এ ওয়াজেদ প্রমুখ। বিদায়ী নির্বাহী কর্মকর্তাকে উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাব, উপজেলা ভূমি অফিস, কালিগঞ্জ থানার পক্ষ থেকে সম্মননা ক্রেস্ট ও উপহার সমগ্রী প্রদান করা হয়। কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও খুলনা বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ উপজেলা নির্বাহী কর্মকর্তা গোলাম মাঈনউদ্দিন হাসান পদোন্নতি পেয়ে খুলনায় অতিরিক্ত জেলা প্রশাসক হিসাবে যোগদান করবেন। অনুষ্ঠানে উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা কর্মচারী ও উপজেলা অফিসার্স কল্যাণ ক্লাবের সদস্য ও ভাবিরা উপস্থিত ছিলেন।