কালিগঞ্জ থানায় এসে এক মাদকসেবীর আত্মসমর্পণ
সাতক্ষীরা জেলার কালিগঞ্জ থানায় এসে আত্মসমর্পণ করলেন এলাকার চিহ্নিত মাদকসেবী ইন্দ্রজিত শীল (২৮)। সে উপজেলার রতনপুর ইউনিয়নের কাটুনিয়া গ্রামের গণেশ শীলের পুত্র। সোমবার বেলা ১২ টায় থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমানের নিকট জীবদ্দশায় আর মাদক সেবন করবেনা মর্মে অঙ্গীকার করে আত্মসমর্পণ করেন। এ সময় থানা অফিসার ইনচার্জ ইন্দ্রজিৎ শীল কে রজনীগন্ধার স্ট্রিক প্রদান ও মিষ্টি খাওয়ান। আত্মসমর্পণ কালে উপস্থিত ছিলেন থানার ওসি (তদন্ত) মোহাম্মদ রাজিব হোসেন সহ থানার অফিসারবৃন্দ ও সাংবাদিকবৃন্দ। থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান বলেন কোন মাদকসেবী ভবিষ্যতে মাদক পরিহার করে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে আসতে চাইলে থানা পুলিশের পক্ষ থেকে তাদেরকেও স্বাগতম জানানো হবে।
Please follow and like us: