গায়ক নয় এবার নায়ক আসিফ, মাহিই নায়িকা!
গায়ক আসিফ, এবার নায়ক তিনি। রূপালী পর্দার নায়ক হয়ে আসছেন এই শিল্পী। বিশাল বাজেটের সেই ছবিতে তার নায়িকা হিসেবে অভিনয় করছেন চলচ্চিত্রে আরেক জনপ্রিয় ও দামি নায়িকা মাহিয়া মাহি।
আসিফ অভিনীত সিনেমাটির নাম ‘ভিআইপি’। এটি পরিচালনা করছেন সৈকত নাসির। এরই মধ্যে ফেসবুকে আসিফের ছবি দিয়ে একটি পোস্ট দিয়েছেন এই নির্মাতা। এরপর থেকে আসিফের সিনেমাতে অভিনয়ের বিষয়ে ভক্তদের মধ্যে একটা আগ্রহ তৈরি হয়। শুধু তাই নয়, আসিফের প্রথম সিনেমার নায়িকা কে হবেন, তা নিয়েও চলে জোর আলাপ। সেখানে উঠে আসে নায়িকা মাহি ও জয়া আহসানের নাম। তবে পরবর্তীতে মাহির নামই ঠিক করা হয়।
অ্যাকশন থ্রিলারধর্মী এই ছবিটির গল্প ও চিত্রনাট্য লিখেছেন আসাদ জামান। সামনের ঈদের পরপরই সিনেমার শুটিং শুরু হওয়ার কথা রয়েছে।
এ প্রসঙ্গে আসিফ জানান, নিজের ইচ্ছা ও সৈকত নাসির প্রতি বিশ্বাসের কারণেই সিনেমায় আসা। সে আমাকে সিনেমাটি করার ক্ষেত্রে সবচেয়ে বেশি অনুপ্রেরণা দিয়েছে।
এতে তার বিপরীতে নায়িকা মাহিই চূড়ান্ত বলেও জানান আসিফ। যদিও মাহির পক্ষ থেকে এ ব্যাপারে কোনো বক্তব্য এখনো পাওয়া যায়নি।
এদিকে, সিনেমায় অভিনয়ের প্রস্তাব আসিফ অনেক দিন ধরেই পাচ্ছিলেন। কিন্তু কোনো পরিচালকই এই গায়ককে উৎসাহিত করতে পারছেন না। তবে এই নির্মাতা টা পেরেছেন।
উল্লেখ্য, ২০০১ সালে আসিফের প্রথম প্রকাশিত অ্যালবাম ‘ও প্রিয়া তুমি কোথায়’র মাধ্যমে বাংলা সঙ্গীত জগতে আলোড়ন সৃষ্টি করেছিলেন। যেটি বাংলাদেশের ইতিহাসে এখনো সবচেয়ে বেশি বিক্রিত অ্যালবাম হিসেবে পরিচিত।