কেশবপুরে পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অনিয়ম ও গ্রাহক হয়রানির অভিযোগ
যশোরের কেশবপুরে পল্লী বিদ্যুৎ অফিসের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ ও গ্রাহক হয়রানির অভিযোগ পাওয়া গেছে।
কেশবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, কেশবপুর জোনাল অফিসের আওতায় অনেক গ্রাহকদের বিদ্যুতের বিল সুনিদিষ্ট তারিখে পরিশোধ করার পরও বারবার তাদের বকেয়া বিল দেওয়া হচ্ছে। অনেক অসচেতন ব্যক্তি কোন কিছু নাবুঝে ঐ বিল পরিশোধ করছে। উক্ত বকেয়া বিলের টাকা অজ্ঞাত রয়ে যাচ্ছে। অনেকে ঐ ভুতুড়ে বিল পরিশোধ না করায় বিদ্যুৎ অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা সংযোগ বিচ্ছিন্ন করতে যাচ্ছে এবং গ্রাহকদের সাথে অসৌজন্য মূলক আচরণ করছে। তাছাড়া বিভিন্ন পরামর্শের জন্য বিদ্যুৎ অফিসে গেলেও তাদের সাথে অসৌজন্যমূলক আচরণ করা হচ্ছে বলে অভিযোগ রয়েছে। এব্যাপারে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের পরিমল দাসের ছেলে ভুক্তভোগী সোহাগ দাস রবিবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের নিকট লিখিত অভিযোগ করেছেন। ##