কলারোয়ার কেড়াগাছি সীমান্তে চোরাচালান ও মানব পাচার প্রতিরোধে মতবিনিময়
কলারোয়ায় মাদক-চোরাচালান বিরোধী ও নারী-শিশু প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১০টার দিকে উপজেলার কেড়াগাছির সোনাই নদী তীরে হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রম প্রাঙ্গণে ওই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- সাতক্ষীরা ৩৩বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর ফজলে উদ্দীন। এসময় ৫নং কেড়াগাছি ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, হরিদাস ঠাকুর জন্মভিটা আশ্রমের সভাপতি অধ্যাপক কার্তিক চন্দ্র মিত্র, ইউপি সদস্য জিএম মহিদুল গাজি, রানা হোসেন, বিল্লাল হোসেন, নজরুল ইসলাম, কাশেম আলী, রফিকুল ইসলাম, মুজিবর রহমান উপস্থিত ছিলেন।
Please follow and like us: