দেবহাটা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্তার বিরুদ্ধে সরকারি গাছ বিক্রয়ের অভিযোগ
কোন রকম টেন্ডার ছাড়াই দেবহাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফের বিরুদ্ধে সরকারি গাছ বিক্রয় করার অভিযোগ উঠেছে। আর এই বড় মেহগুনি গাছটি ১৭ হাজার টাকায় বিক্রয় করেছে দেবহাটার নিতাই ঋষির ছেলে কাঠ ব্যবসায়ী মিন্টুর কাছে। তাছাড়া গাছটির ডালপালা জ্বালানিগুলো নিয়ে গেছে স্বাস্থ্য কমপ্লেক্সে অফিস সহকারী ক্ষমতাধর বিভিন্ন অপকর্মের সহযোগী রফিকুল ইসলাম মিন্টু।
তবে খোঁজ নিয়ে জানা গেছে, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ সরকারি একটি মোটরসাইকেল অফিস সহকারী মিন্টুর ব্যক্তিগত কাজের জন্য দিয়ে রেখেছে। আর এতে প্রধান কর্মকর্তার সকল অনিয়মের সহযোগী হয়ে কাজ করে সে। এদিকে গাছ বিক্রয়ের বিষয়য়ে হাসপাতাল সুষ্ঠ ব্যবস্থাপনা কমিটির কাউকে জানাননি প্রধান কর্তা ডাঃ আব্দুল লতিফ। গাছ বিক্রয়ের সম্পূর্ণ টাকা আতœসাৎ করার জন্য ডাঃ রনজিৎ রায় ও ডাঃ আবু হুসাইনকে দিয়ে নামমাত্র টেন্ডার দেখিয়ে সরকারি গাছ বিক্রয় করেছে। এতে করে জনমনে নানা রকম প্রশ্ন দেখা দিয়েছে।
এবিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আরএমও মেহেদী হাসান জানান, আমি বিষয়টি অফিসে আলোচনা হতে শুনেছি। তার বেশি কিছু জানিনা।
অপর ডাঃ আবু হুসাইন বলেন, আপনার কিছু জানতে হলে অফিস টাইমে আসেন। তবে, দুপুর ১টার পরে জরুরী বিভাগে ১জন ডাক্তার ছাড়া হাসপাতালের সবকটি রুম তালাবদ্ধ ছিল।
হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ জানান, স্টোর রুমের উন্নয়নের জন্য গাছটি বিক্রয় করছি। একটি গাছের জন্য কি বিজ্ঞপ্তি দিব, হাসপাতালের আরো ২জন ডাক্তারের সাথে নিয়ে টেন্ডারে বিক্রয় করেছি।
হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সদস্য ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদ মনিরুজ্জামান মনি বলেন, আমাদের সাথে কোন আলাপ করা হয়নি। আমি বিষয়টি আগামি সভায় তুলে ধরব।
উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ জানান, বিষয়টি আমি জানি না। তবে আমি ডাঃ আব্দুল লতিফের কাছে খোঁজ নিব।