কলারোয়ায় রাসেলের চোখের চিকিৎসা সহায়তায় অর্ধ লক্ষ টাকা দিলেন এক কুয়েত প্রবাসী
কলারোয়া মডেল হাইস্কুলের শিক্ষার্থী রাসেলের চোখের অপারেশনের জন্য ৫০হাজার টাকা অর্থ সহায়তা দিলেন কলারোয়ার তুলশীডাঙ্গা গ্রামের কৃতি সন্তান কুয়েত প্রবাসী হাফিজুর রহমান হাফিজ।
শনিবার সকাল ১১ টায় মডেল হাইস্কুলে এক অনাড়ম্বর অনুষ্ঠানে রাসেলের পিতা-মাতার হাতে এ অর্থ তুলে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক আমানুল্লাহ আমান, প্রধান শিক্ষক রুহুল আমিন, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, সমাজসেবক হামিদুর রহমান, এনজিও কর্মকর্তা অরুণ কুমার ঘোষ, সিনিয়র শিক্ষক মোস্তফা বাকি বিল্লাহ শাহী, আজগর আলি, রাসেলের পিতা নাসির উদ্দীন, মাতা চায়না পারভীন, সাঈদ হোসেন প্রমুখ। রাসেলের সম্প্রতি ভারতের দিশা আই হসপিটালে চোখের সফল অস্ত্রোপচার করা হয়েছে।
বর্তমানে সে ওই হাসপাতালের বিশেষজ্ঞ চক্ষু চিকিৎসকের নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসা সেবা নিচ্ছে। কয়েকদিনের মধ্যে তাকে দ্বিতীয় দফায় অপারেশনের জন্য আবারো সেখানে যেতে হবে। প্রিয় সন্তানের জন্য সকলের কাছে দোয়া চেয়েছেন তার পিতা-মাতা।
উল্লেখ্য, এসময় মুরারীকাটি ইউনাইটেড হাইস্কুলের পক্ষ থেকে রাসেলের পরিবারের হাতে আরো ১৫শ ৫০ টাকা তুলে দেয়া হয়।