বন্ধনের এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন
বন্ধনের এ প্লাস ক্যাম্পেইন উদ্বোধন। শনিবার সকাল ১০টায় শহরের পুরাতন সাতক্ষীরা বন্ধন জনকল্যাণ সংস্থার কার্যালয় চত্বরে ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে ক্যাম্পেইনের উদ্বোধন করেন বন্ধন সংস্থার নির্বাহী পরিচালক মুছা করিম। এসময় উপস্থিত ছিলেন, কৃষি কর্মকর্তা জিয়াউল হক, সুপারভাইজার মাহবুবুর রহমান। উল্লেখ্য বন্ধন সংস্থার তত্বাবধানে সাতক্ষীরা পৌরসভার মোট ৩২টি কেন্দ্রে ৬৪জন স্বাস্থ্যকর্মী, ৪জন সুপার ভাইজার ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পরিচালনা করছেন। ৬ থেকে ১১ মাস বয়সী ১০১৯ জন এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী ৭০৬১৫ জন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
Please follow and like us: