কেশবপুরে সড়ক দুর্ঘটনায় সাংবাদিক মিল্টন আহত
যশোরের কেশবপুরে সড়ক দুর্ঘটনায় দৈনিক নওয়াপাড়া পত্রিকার কেশবপুর ব্যুরো প্রধান জি.এম. মিজানুর রহমান মিল্টন আহত হয়েছেন। শনিবার সকালে ব্যবসায়ীক কাজে মোটর সাইকেল যোগে মণিরামপুরে যাওয়ার পথে মধ্যকুল মান্দারতলা নামক স্থানে একটি ট্রলির সাথে তার মুখোমুখি সংঘর্ষ ঘটে। এসময় তার ডান পায়ের কয়েক স্থান ভেঙ্গে রায়। মারাত্মক আহতাবস্থায় প্রথমে তাকে কেশবপুর হাসপাতালে পরে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এদিকে সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক জি.এম. মিজানুর রহমান মিল্টনের আশু সুস্থ্যতা কামনা করেছেন কেশবপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, উপজেলা প্রেসক্লাবের সভাপতি বিশিষ্ট সাংবাদিক এস আর সাঈদ, সহ-সভাপতি কৃষ্ণ পদ দাস, সাধারণ সম্পাদক রমেশ চন্দ্র দত্ত, যুগ্ম-সম্পাদক গৌতম চট্টোপাধ্যায়, যুগ্ম-সম্পাদক মেহেদী হাসান জাহিদ, সাংগঠনিক সম্পাদক মিলন দে, সহ-সাংগঠনিক সম্পাদক গোলাম ফারুক বাবু, কোষাধ্যক্ষ উজ্জ্বল অধিকারী, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম অপু, প্রচার সম্পাদক সোহেল পারভেজ, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক শ্যামল বসু, সমাজকল্যাণ সম্পাদক আবু হুরাইয়ারা রাসেল, নির্বাহী সদস্য উদয় শংকর সিংহ, সদস্য শফিকুল ইসলাম সুইট, আলমগীর হোসেন, কাজী আজাহারুল ইসলাম মানিক, কে.এম মিজানুর রহমান, হারুনার মশিদ বুলবুল, শামীম রেজা, আতিয়ার রহমান, শংকর দত্ত, অলোক বসু বাপী, জাকির হোসেন সবুজ, হাসানুজ্জামান লিন্টু, আবু হাসান, আবুল বাসার প্রমুখ।