এখন আর রাস্তা দিয়ে হেলিকপ্টার চলেনা !
হেলিকপ্টার কি শুধু আকাশ দিয়ে চলে? না কি রাস্তা দিয়ে অন্য যানবাহনের মত চলে। এমন অনেক প্রশ্ন আমাদের মধ্যে কাজ করে। সাতক্ষীরা জেলার বিভিন্ন অঞ্চলে লক্ষ্য করলে দেখা মিলত হেলিকপ্টার সাইকেল । যেটা দেশের অন্য কোন অঞ্চলে খুব বেশি পরিলক্ষিত হয়না।
সময়ের সাথে সাথে চলাচলের বাহন হেলিকপ্টার আজ হারিয়ে যাওয়ার পথে। দেশের দক্ষিণÑ পশ্চিম অঞ্চলে বিশেষ করে সাতক্ষীরা জেলায় এই বাহন হেলিকপ্টারে ব্যবহারটা বেশিই হতো। আধুনিকতা আর যান্ত্রিকতার ছোঁয়ায় রাস্তায় এখন আর হেলিকপ্টারের দেখা মেলেনা।সাধারণত দ্রুত যাতায়াত করার জন্য গ্রাম বাংলার মানুষ এটা ব্যবহার করতো। একটি সময়ে এমনটি প্রচলিত ছিল ঢাকা কিংবা দূর জেলা হতে আত্মীয় সাতক্ষীরাতে আসতে চাইলে তকে বলা হতো বাসস্টান্ডে নেমে হেলিকপ্টার চালকে ঠিকানা বললেই পৌঁছে দিবে। কথাটি শুনেই সে চমকে যেত সাতক্ষীরায় আবার হেলিকপ্টার চলে। সেটা আবার রাস্তা দিয়ে !
একটি সময়ে এই বাহন খুব জনপ্রিয়তা লাভ করলেও এখনকার সময়ে আর দেখা মেলেনা বাহনটির। প্রত্যন্ত অঞ্চলের মানুষ এটাকে খুব অনুভব করলেও সেটা শূন্যতাই থেকে যায়। বর্তমান সময়ের মটরভ্যান, ইজিবাইক, মটর সাইকেল এই সব যান্ত্রিকতার সাথে তালমিলিয়ে টিকে থাকতে না পেরে হেলিকপ্টার চালকেরা অনেকেই অন্য পেশা বেঁছে নিয়েছে। আর এখনো কিছু কিছু স্থানে এই বাহকের দেখা গেলেও সেটাতে উঠার মত লোকের বেশ অভাব।
নূরুল ইসলাম নামের এক হেলিকপ্টার চালক জানান, এখন থেকে পনের বছর আগেও তিনি এই বাহকের উপর নির্ভর সংসার চালাতেন। কিন্ত এখন নানা ধরনের যানবাহন রাস্তায়। এ সব রেখে আর কেউ হেলিকপ্টারে উঠতে চান না। শখের বশে মাঝেমধ্যে দুই একজন উঠে পড়েন। সামান্য যে ভাড়া দেয় তাতে সংসার চলে না। এই পেশার প্রতি মায়া লেগে গেছে তাই আর অন্য কোন পেশায় যেতে মন চাই না। এটা সাতক্ষীরা জেলার ঐতিহ্য। দেশের অন্য কোথাও এই বাহকের দেখা মেলে না।
অপর এক হেলিকপ্টার চালক আবুল হোসেন , পাঁচ বছর আগে তিনি পেশা পরিবর্তন করেছেন। বেঁচে থাকার তাগিদে তিনি পেশা পরিবর্তন করে বর্তমানে ইজি বাইক চালক। আয় অবশ্য আগের তুলনায় অনেক বেশি তবু আগের পেশার প্রতি তার ভালবাসাটা অনেক বেশি। আবুল হোসেন জানান, সংসার চালানোর তাগিদে সে এই পেশা পরিবর্তন করেছেন। মানুষ এখন দ্রুত যাতায়াতের জন্য বিভিন্ন ধরনের যানবাহন ব্যবহার করছে। হেলিকপ্টারের গুরুত্ব কমে গেছে মানুষের কাছে।
কেউ কেউ মনে করেন এটা সাতক্ষীরা জেলার ঐতিহ্য। দেশের অন্য কোথা এই বাহনের আর দেখা মেলে না। সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় হাতে গোনা কয়েকজন রয়েছেন এই পেশায়। যারা হেলিকপ্টার সাইকেলকে ভালোবেসে আর পেশা বদলাতে পারেননি।
হয়তো সময়ের সাথে তাল মিলিয়ে হেলিকপ্টার সাইকেলের ঐতিহ্য মিলিয়ে যাবে আর ইতিহাসের পাতায় শুধু লেখা হয়ে থাকবে রাস্তা দিয়ে চলা দুই চাকার হেলিকপ্টার সাইকেলের কথা।