তালায় উৎসবমুখর পরিবেশে রথযাত্রা শুরু
নবসাজে সেজে উঠছে সাতক্ষীরার তালায় সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির । কমিটির আয়োজনে আগামী ২৯শে আষাঢ় ১৪২৫ বাংলা,১৪ই জুলাই ২০১৮শনিবার শুরু হবে বিকাল তিনটায়। এই রথযাত্রা। রীতিমাফিক সেদিন সুসজ্জিত চামর দোলানো রথে চড়ে মাসির বাড়িতে যান জগন্নাথ, বলরাম ও সুভদ্রা।
সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের সভাপতি উদয় সাধু ও সাধারণ সম্পাদক শ্যামল চৌধুরী জানান, শনিবার ১৪ জুলাই(ইসকন অনুমোদিত নামহট্ট)তালার মাঝিয়াড়া সার্বজনীন শ্রী শ্রী জগন্নাথ মন্দির থেকে বিকাল ৫টায় রথযাত্রা শুরু হয়ে গোপালপুর কালী মন্দির ঘুরে মোবারাকপুর শ্রী শ্রী রাধা গোবিন্দরে এসে শেষ হবে।
Please follow and like us: