জাতীয় অন্ধ সংস্থার উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাউল বিতরণ
সাতক্ষীরা জেলার বিভিন্ন ইউনিয়নের ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাউল বিতরণ করেছে জাতীয় অন্ধ সংস্থা, সাতক্ষীরা জেলা শাখা। গত রবিবার ও শুক্রবার সকাল ১০ টায় জাতীয় অন্ধ সংস্থা সাতক্ষীরা জেলা শাখার মুন্সিপাড়াস্থ কার্যালয়ে ১০০ জন দৃষ্টি প্রতিবন্ধীর ব্যক্তিদের মাঝে ২০ কেজি হারে চাউল বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা অফিসার শেখ সাহিদুর রহমান। চাউল বিতরণ কালে তিনি সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি দায়িত্ব গ্রহণের পর অনেক বার হত দরিদ্রদের মাঝে চাউল বিতরণ করেছি। এতটা আনন্দ লাগেনি যতটা আনন্দ লেগেছে আজ দৃষ্টি প্রতিবন্ধীদের মাঝে চাল বিতরণ করতে গিয়ে। সত্যিই তাদের হাউমাউ আর ভিতরে থাকা কষ্টের কথাগুলো যদিও বুঝতে পারেনি। তাদের আবেগ আপ্লুত ভাব ভঙ্গিমা দেখে বুঝতে পেরেছি তারা এই চাউলটুকু পেয়ে খুবই আনন্দিত হয়েছে। তাদের মাঝে চাউল দিতে পেরে নিজেকেও গর্বিত মনে করি। আগামীতেও এধারা অব্যাহত থাকবে। এসময় উপস্থিত ছিলেন, ১৩ নং লাবসা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি এ্যাডঃ শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, সাতক্ষীরা আহসানিয়া মিশনের সাধারণ সম্পাদক মোঃ মুস্তাফিজুর রহমান, সাংবাদিক রফিকুল আলম, জাতীয় অন্ধ সংস্থা সাতক্ষীরা জেলা শাখার সাধারণ সম্পাদক কবীর হোসেন, অত্র সংস্থার অনন্য সদস্যবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় শতাধিক দৃষ্টি প্রতিবন্ধী নরনারী।