শ্যামনগরে ঘরে অচেতন দ্রব্য স্প্রে করে সর্বস্ব লুট
শ্যামনগরে রাতের আধারে ঘরের মধ্যে অচেতন দ্রব্য স্প্রে করে সর্বস্ব লুট করেছে সংঘবদ্ধ দুষ্টু চক্র। আজ শুক্রবার গভীর রাতে উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের নাগবাটী গ্রামের আলী হায়দারের বাড়ীতে এ ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য নুর ইসলাম খোকন জানান, রাতের খাবার শেষে সবাই ঘুমিয়ে গেলে সংঘবদ্ধ চক্রটি জানালা দিয়ে ঘরে অচেতন দ্রব স্প্রে করে। এতে সবাই অচেতন হয়ে পড়ে। এ সুযোগে ঘরে রক্ষিত ১০লক্ষাধিক টাকার মালামাল লুট করে সটকে পড়ে। সকালে প্রতিবেশীরা ডাকা ডাকি করে বুঝতে পেরে শ্যামনগর থানায় খবর দেয়। শ্যামনগর থানার ওসি সৈয়দ মান্নান আলী বলেন, দ্রুত উদ্ধার করে অচেতন অবস্থায় সবাইকে শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে, রোগীদের অবস্থা আশংকা মুক্ত কর্তব্যরত মেডিকেল অফিসার রেদোয়ান রাইসুল ইসলাম জানান।
Please follow and like us: