শামিকে ছেড়ে বেশ খোলামেলা স্ত্রী হাসিন!
চার বছর আগে ভালোবেসে মডেল স্ত্রী হাসিন জাহানকে বিয়ে করেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সামি। তাদের সংসারে এক কন্যা সন্তানও রয়েছে। কিন্তু বছরের শুরুর দিকে হঠাৎ করেই স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে আলোচনায় আসেন এই মডেল।
আনিত অভিযোগে ছিল বিবাহবহির্ভূত সম্পর্ক, মারধর, এমনকি ম্যাচ গড়াপেটার অভিযোগও। শেষ পর্যন্ত শামির সঙ্গে ছাড়াছাড়ি হয়ে যায় স্ত্রীর।
এদিকে, খবর এসেছে স্বামী-স্ত্রী আলাদা হয়ে গিয়ে হাসিন জাহানও তার পুরনো কাজের জায়গায় ফিরে এসেছেন। সামাজিক মাধ্যমে এবার তারই এক ঝলক দেখালেন তিনি।
১১ জুলাই বুধবার সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেন হাসিন। যেখানে তিনি নিজেকে বেশ খোলামেলাভাবেই উপস্থাপন করেছেন।
হাসিন জাহান টুইটারে তার ফটোশুটের একটি ভিডিও পোস্ট করে সেখানে লেখেন, ‘হাসিন, আই এম’।
তিনি জানান, পুরনো জীবনের সব তিক্ততা ভুলে আবারো মডেলিংয়ের দুনিয়ায় পা রাখবেন তিনি। এর আগে ভারতীয় গণমাধ্যমে মঙ্গলবার এমন খবরও প্রকাশ পায়।
মূলত হাসিন জাহান আগে থেকে একজন মডেলই ছিলেন। কিন্তু শামির সঙ্গে বিয়ের পর মডেলিংয়ের ক্যারিয়ার ছেড়ে তিনি সংসারে মনোনিবেশ করেন। কিন্তু এবার শামিকে ছেড়ে আবারো সে প্ল্যাটফর্মে ফিরে গেলেন তিনি।