আশাশুনির শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নাসিমা
আশাশুনি উপজেলার শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী নির্বাচিত হয়েছেন নাসিমা খাতুন।
উপজেলার বুধহাটা ইউনিয়নে কর্মরত নাসিমা খাতুন সফল ভাবে দীর্ঘকাল যাবৎ দায়িত্ব পালন করে আসছেন। ফলে এলাকায় পরিবার পরিকল্পনা কার্যক্রম সকল উপযোগী পরিবারের মাঝে বাস্তবায়িত হচ্ছে। বিশ্ব জনসংখ্যা দিবস-২০১৮ উপলক্ষে তাকে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ সহকারী হিসাবে উপজেলা শ্রেষ্ঠ হিসাবে নির্বাচিত করা হয়। ইতিপূর্বে তিনি একাধিকবার কর্মক্ষেত্রে সফলতার জন্য শ্রেষ্ঠ নির্বাচিত হয়েছেন। নওয়াপাড়া গ্রামের সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু মুছার স্ত্রী নাসিমা খাতুনকে জনসংখ্যা দিবসের অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন ক্রেস্ট, সনদপত্র ও বৃক্ষচারা প্রদান করেন। এছাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জীর পক্ষ থেকে তাকে বরাবর অসাধারণ কৃতিক্বের জন্য স্পেশাল পুরস্কারে ভূষিত করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ অরুণ কুমার ব্যানার্জী ও উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা একাধিকবার কর্মক্ষেত্রে সফলতার কৃতিত্ব অর্জনের জন্য তাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন।