নায়িকাদের সঙ্গে বোনদের যাত্রা শুরু!
বলিউড জগতে পরিবারের কেউ একজন আসলেই তার হাত ধরে নিজের যোগ্যতায় পরিবারের বাকি সদস্যরা চলে আসে। সেটা হোক তাদের সন্তান কিংবা পরিবারের অন্য কেউ। তাই এবার তারই ধারাবাহিকতায় বলিউডের এই নায়িকাদের হাত ধরেই অভিষেক হতে চলেছে তাদের বোনদের।
ইসাবেলা কাইফ
নামই বলে দিচ্ছে তিনি বলিউড সেনসেশন ক্যাটরিনা কাইফের ছোট বোন। বড় বোন তো ইতিমধ্যে ইন্ডাস্ট্রিতে তার পায়ের তলার জমি ভালোভাবেই পাকাপোক্ত করে নিয়েছেন। এবার ছোট বোন ইসাবেলাকেও খুব তাড়াতাড়ি বড় পর্দায় দেখতে চলেছেন দর্শক।
বলিউড সূত্রে খবর, স্ট্যানলি ডি’সুজার প্রযোজনায় ‘টাইম টু ডান্স’ ছবিতে আদিত্য পাঞ্চোলির ছেলে সূর্য পাঞ্চোলির সঙ্গে অভিনয় করতে দেখা যাবে ইসাবেলাকে। মাত্র ১৪ বছর বয়সে মডেলিংয়ে হাতেখড়ি হয় এই ইসাবেলার। তিনি ভালোবাসেন থিয়েটার করতে। অন্যদিকে নাচেও বেশ পারদর্শী তিনি।
সুরিলি গৌতম
তেলেগু, তামিল ও হিন্দি তিন ভাষাতেই ছবি করেছেন অভিনেত্রী ইয়ামি গৌতম। তবে তিনি সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন ২০১৭ সালে মুক্তিপ্রাপ্ত হিন্দি সিনেমা ‘কাবিল’-এর মাধ্যমে। যেটিতে তার নায়ক ছিলেন বলিউড হার্টথ্রব ঋত্বিক রোশন। সেই ইয়ামির ছোট বোনই সুরিলি গৌতম।
সুরিলির আরো একটি পরিচয় আছে। তিনি পরিচালক মুকেশ গৌতমের মেয়ে। অভিনয় জগতে তার হাতেখড়ি টেলিভিশন থেকে। ‘পাওয়ার কাট’ নামে একটি পাঞ্জাবি ছবিতেও দেখা গেছে তাকে। আগামী বছর রণদীপ হুদার বিপরীতে ‘ব্যাটেল অব সরগড়ী’ ছবির মাধ্যমে বলিউডের হিন্দি সিনেমার জগতে হাটতে চলেছেন সুরিলি।
নূপুর শ্যানন
বলিউডে নবাগতাদের মধ্যে ইতিমধ্যেই বেশ সফল অভিনেত্রী কৃতি শ্যানন। যিনি শাহরুখ খানের ব্লকবাস্টার ‘দিলওয়ালে’ ছবিতে বরুণ ধাওয়ান ও ‘হিরোপান্তি’ ছবিতে টাইগার শ্রফের বিপরীতে স্ক্রিন শেয়ার করেছেন।
এবার রূপালী পর্দায় এন্ট্রি নিতে চলেছেন তারই ছোট বোন নূপুর শ্যানন। সাজিদ নাদিয়াওয়ালার প্রোডাকশন হাউস থেকে খুব দ্রুতই নূপুরের বলিউডে অভিষেক হবে বলে শোনা যাচ্ছে।