রাজ্জাকের মত রানীরও জানাজায় ছিলেন শাকিব খান
দেশে থাকলে প্রয়াত শিল্পীদের শ্রদ্ধা জানাতে ভুল করেন না ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খান। গেলো বছর বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা নায়করাজ রাজ্জাকের মৃত্যুর পর তাকে দাফন করা পর্যন্ত পুরোটা সময়জুড়ে ছিলেন শাকিব খান। তার মৃত্যুতে কেঁদেছিলেনও তিনি। কারণ রাজ্জাকের সঙ্গে তার সম্পর্কটা গভীর।
এদিকে, দেশে ছিলেন বলে এবার শাকিব খান অংশ নিয়েছেন রানী সরকারের জানাজায়। চলচ্চিত্রের বরেণ্য এই অভিনেত্রী শনিবার ভোর চারটার দিকে রাজধানীর ইডেন মাল্টি কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তাকে শেষ শ্রদ্ধা জানাতে বিএফডিসিতে উপস্থিত ছিলেন শাকিব খান।
এসময় চলচ্চিত্র শিল্পী সমিতি, চলচ্চিত্র পরিচালক সমিতি, এফডিসি ও তথ্য মন্ত্রনালয় থেকে আলাদাভাবে রানী সরকারকে ফুলেল সম্মান জানানো হয়। এরপর অনুষ্ঠিত হয় রানী সরকারের জানাজা।
সেখানে অংশ নেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, নায়ক ফারুক, আলমগীর, রিয়াজ, চলচ্চিত্র পরিচালক সমিতির সভাপতি মুশফিকুর রহমান গুলজার, সাধারণ সম্পাদক বদিউল আলম খোকন চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খানসহ আরো অনেকে।
এসময় এফডিসিতে ছিলেন শাকিব খান। নতুন ছবি ‘ক্যাপ্টেন খান’-এর শুটিং করছিলেন তিনি। খবর শুনে শুটিং স্থগিত রেখে ছুটে আসেন রানী সরকারকে দেখতে। অংশ নেন জানাজায়ও।
এদিকে এফডিসিতে জানাজা শেষে আজিমপুর কবরস্থানে রানী সরকারকে দাফন করা হয়।