শৈলকুপা থানার ওসি প্রত্যাহার
ঝিনাইদহের শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর হোসেনকে জনস্বার্থে প্রত্যাহার করা হয়েছে। তাকে খুলনা রেঞ্জ ডিআইজি অফিসে সংযুক্ত করা হয়েছে।
ঝিনাইদহের সিনিয়র সহকারী পুলিশ সুপার (শৈলকুপা সার্কেল) তারেক আল মেহেদি এ তথ্য নিশ্চিত করেছেন।
তবে কী কারণে ওসিকে প্রত্যাহার করা হয়েছে তা জানা যায়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে, জনস্বার্থে ওসি আলমগীর হোসেনকে প্রত্যাহার করা হয়েছে।
ওসি আলমগীর হোসেন ২০১৭ সালের জুন মাসে দায়িত্ব গ্রহণের পর থেকে এলাকাবাসীকে নানাভাবে হয়রানি করেছেন বলে অভিযোগ রয়েছে। প্রতিবাদ করলেই মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হয়েছে শৈলকুপাবাসীকে।
Please follow and like us: