আশাশুনিতে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ সভা
আশাশুনিতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন (১ম রাউন্ড) অবহিতকরণ ও কর্মপরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান ও জাতীয় পুষ্টি সেবার বাস্তবায়নে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার মাফফারা তাসনীন। ইউএইচএ ডাঃ অরুণ কুমার ব্যানার্জীর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, শিক্ষা অফিসার মোছাঃ শামসুন্নাহার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। সহকারী স্বাস্থ্য পরিদর্শক আবু মুছার সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সেনেটারী ইন্সপেক্টর গোলাম মোস্তফা, এএইচআই সিরাজুম্মুনীর, সেনেটারী ইন্সপেক্টরের সহযোগী মোক্তারুজ্জামান স্বপন, ইপিআই হাবিবুর রহমান। স্বাস্থ্য পরিদর্শক, সহকারী স্বাস্থ্য পরিদর্শক, পরিবার পরিকল্পনা পরিদর্শক, উপ সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার ও পরিবার কল্যাণ পরিদর্শকদের অংশ গ্রহণে সভায় আগামী ১৪ জুলাই জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন সুষ্ঠু ও সফল ভাবে সম্পন্নের জন্য বিস্তারিত আলোচনা করা হয়।