কুলিয়া ৮নং ওয়ার্ড যুবলীগের বর্ধিত সভা
দেবহাটার কুলিয়া ৮নং ওয়ার্ড যুবলীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের নির্দেশে নৌকা প্রতীকের পক্ষে বাংলাদেশ আওয়ামীলীগের কেন্দ্রীয় কমিটির উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য ও সাবেক সফল স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ.ফ.ম রুহুল হক এমপি’র নির্বাচনী কাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যে দেবহাটা উপজেলা যুবলীগের সার্বিক ব্যবস্থাপনায় এ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার বিকাল ৩টায় কুলিয়া ৮নং ওয়ার্ড যুবলীগের সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে হিজলডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর। আমন্ত্রিত অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সদস্য শংকর কুমার। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি সাবেক ইউপি সদস্য মোশারফ হোসেন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, পারুলিয়া ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক রাসেল আহমেদ প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ৮নং ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মহানন্দ পরামানিক।