দেহাটায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সামগ্রী বিতরণ
দেবহাটায় বিভিন্ন মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানে ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকাল ১১টায় উপজেলা পরিষদ হল রুমে উপজেলা প্রশাসনের সহযোগিতায় ১৫টি বিদ্যালয়ে ক্রিকেট সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল- আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ¦ আব্দুল গণি। বিশেষ হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মমিনুল ইসলাম, একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান, প্রকল্প সভাপতি ও ইউপি সদস্য নির্মল কুমার মণ্ডল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা সরকারী বিবিএমপি ইন্সটিটিউটের প্রধান শিক্ষক মদন মোহন পাল, ফতেমা রহমান মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক, সখিপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তহিরুজ্জামান, ঈদগাহ আমিনা খাতুন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহুরুল ইসলাম, চাঁদপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম মফিজুল ইসলাম, হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জব্বার, ভাতশালা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক করিম উল্লাহ, টাউনশ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, পfরুলিয়া এসএস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, পারুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদ আলী, কুলিয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অহিদুল হক, বাবুরাবাদ ঢেপুখালি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জয়নাল আবেদিন, সুবর্ণাবাদ সেন্ট্রাল হাই স্কুলের সহকারী শিক্ষক সঞ্জয় সরকার প্রমুখ।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল হাই।