কালিগঞ্জ কলেজে নবীন বরণ অনুষ্ঠিত
কালিগঞ্জ কলেজে একাদশ শ্রেণীতে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুলাই) বেলা ১১ টায় কলেজ ক্যাম্পাসে অধ্যক্ষ জিএম রফিকুল ইসলামের সভাপতিত্বে শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠিত হয়। শুরুতে নবাগত ছাত্রীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা। কলেজের বাংলা বিভাগের সহকারই প্রভাষক খান ময়নুল ইসলাম ও মনোবিঙ্গান বিভাগের সহকারী অধ্যাপক গোলাম মহিউদ্দিনের সঞ্চালনায় নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কুশলিয়া ইউপি চেয়ারম্যান ইঞ্জিঃ শেখ মেহেদী হাসান সুমন, শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কালিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি শেখ সাইফুল বারী সফু, কালিগঞ্জ সাংবাদিক সমিতির সভাপতি শেখ আনোয়ার হোসেন, কালিগঞ্জ রিপোর্টার্স ক্লাবের সভাপতি সহকারী প্রভাষক নিয়াজ কওছার তুহিন, নবীন বরণ উদযাপন কমিটির আহবায়ক মনোবিঙ্গান বিভাগের অধ্যাপক নুর ইসলাম, ইসলামি শিক্ষা বিভাগের প্রভাষক আব্দুল কাদের, থানার উপ-পরিদর্শক নুর ইসলাম, প্রাক্তন ছাত্র শেখ আবু হাবিব প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুল, তথ্য ও সাংস্কৃতিক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্চু সহ কলেজের অধ্যাপক মন্ডলী, জিবি সদস্য, সুধী শিক্ষার্থী, শিক্ষাথীবৃন্দ। অনুষ্ঠানের মাধ্যমে একাদশ শ্রেণীতে নবাগতদের ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা।