কলকাতায় চোখের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলো কলারোয়ার শিক্ষার্থী রাসেল
কলকাতার দিশা আই হসপিটালে চোখের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এলো রাসেল। সে এখন চিকিৎস্যয় পুনর্বাসন প্রক্রিয়ার মধ্যে আছে। চোখের হারিয়ে যাওয়া দৃষ্টি ফিরে পাওয়ার প্রত্যাশায় তার কাটছে একেকটি দিন। চিকিৎসকদের আশ্বাসে এখন উজ্জীবিত গোটা পরিবার। তারা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাসহ সকল সহায়তা দানকারীদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
কলারোয়া উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা চিকিৎসারত রাসেলের চোখের সর্বশেষ অবস্থা নিয়ে বৃহস্পতিবার সাংবাদিকদের সাথে কথা বলছিলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবদুল হামিদ।
এসময় শিক্ষা অফিসার জানান, রাসেল সম্প্রতি চোখের সফল অস্ত্রোপচার শেষে দেশে ফিরেছে। তার চোখের রুটিন চিকিৎসার জন্য নিয়মিত বিরতিতে একটি নির্দিষ্ট সময়ের জন্য তাকে ভারতে যেতে হবে। মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা রাসেলের চিকিৎসায় সহায়তা দানকারী প্রিমিয়ার ছাত্র সংঘসহ সকল সহায়তাকারী ও সংবাদ পরিবেশনকারী সকল সাংবাদিককে ধন্যবাদ জ্ঞাপন করেন। এসময় উপস্থিত ছিলেন কলারোয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।