দেশের বাজারে রঙিলা ওয়ান প্লাস
চীনের হ্যান্ডসেট কিলার স্মার্টফোন ব্র্যান্ড ওয়ান প্লাস সম্প্রতি বাজারে এনেছে তাদের সর্বশেষ ফোন। মডেল ওয়ান প্লাস সিক্স। এবার এই ফোনটির রেড ভার্সন বাজারে এলো।
নতুন ফোনটিতে থাকছে আধুনিক মানের ক্যামেরা, সফটওয়ার এবং অন্যান্য পরিষেবা। ওয়ান প্লাস জানিয়েছে, ওয়ানপ্লাস সিক্সের মিডনাইট এবং মিরর ব্ল্যাকের একই ক্যামেরা এবং সফটওয়ারের সুবিধা এই ফোনে পাওয়া যাবে।
ফোনটিতে দু’টি সিম কার্ড ব্যবহারের সুবিধা রয়েছে।
ওয়ানপ্লাসের নতুন রেড এডিশনের ফোনটিতে থাকছে ৮ জিবি র্যাম এবং ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ।
৬.২৮ ইঞ্চি ডিসপ্লে যুক্ত ফোনটি পুরোপুরি এইচডি সুবিধা যুক্ত। ফোনের রেজলিউশন হল ২২৮০ বাই ১০৮০ পিক্সেল। ডিসপ্লের অ্যাসপেক্ট রেশিও ১৯:৯।
তবে ফোনটির দাম একটু বেশি। এই ফোনটি কিনতে হলে হাজার পঞ্চাশেক টাকা খরচ করতে হবে।
Please follow and like us: