প্রকাশ্যে এলো মালালার জীবন কাহিনী!
মালালা ইউসুফজাই। নারীর শিক্ষার জন্য জীবন ঝুঁকি নিয়ে লড়ে যাওয়া এক সাহসী নাম। এবার তার জীবনকে ঘিরে নির্মিত হচ্ছে সিনেমা ‘গুল মাকাই।
নির্মাতা আমজাদ খানের পরিচালনায় ‘গুল মাকাই’ ছবিটির প্রথম টিজার ৩ জুলাই অবমুক্ত হয়েছে । ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন রিম শেখ। এ ছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন দিব্যা দত্ত, মুকেশ ঋষি, অভিমন্যু সিংসহ অনেকেই।
পাকিস্তানের সোয়াট উপত্যকার সাধারণ এক কিশোরী থেকে সর্বকনিষ্ঠ নোবেলজয়ী হয়ে ওঠার গল্পটা খুব একটা সহজ ছিল না মালালার। সিনেমার পোস্টারেও এমন এক জ্বলন্ত রূপ দেখানোর চেষ্টা করেছেন পরিচালক।
২০১২ সালের ৯ অক্টোবর, স্কুলের বাসে একজন বন্দুকধারী মালালাকে চিহ্নিত করে তিনটি গুলি করে, যার মধ্যে একটি তার কপালের বাঁ দিক দিয়ে ঢুকে চামড়ার তলা দিয়ে তার মুখমণ্ডলের মধ্যে দিয়ে কাঁধে প্রবেশ করে। এরপর বেশ কয়েকদিন অজ্ঞান থাকার পর তার জ্ঞান ফিরে।
২০১৩ সালের ১২ জুলাই মালালার জন্মদিনে জাতিসংঘ বিশ্বের সবার জন্য শিক্ষার কথা বলেন। দিনটিকে ‘মালালা ডে’নামে স্মরণীয় করে রাখে জাতিসংঘ।
কিশোর বয়সেই তিনি ডক্টরেট ডিগ্রি পেয়েছেন হ্যালিফ্যাক্সের ইউনিভার্সিটি অব কিংস কলেজ থেকে। মালালার জীবনের এই সব গল্পই ফুটে উঠবে ‘গুল মাকাই’ সিনেমায়।