মেসির জন্য স্ত্রীকে তালাক!
লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোকে নিয়ে ভক্তদের মাতামাতি নতুন কিছু নয়। কিন্তু এবার এই দুই মহাতারকারকাকে নিয়ে তর্কাতর্কির জেরে সংসার ভাঙ্গল ফুটবল প্রেমী দম্পতির। যাদের একজন রোনালদোর ভক্ত হলেও অপরজন মেসি ভক্ত।
রাশিয়ান দম্পতি আর্সেন আর লুদমিলা। দুইজনেই ফুটবল পাগল। তাদের পরিচয়টাও হয়েছিলো ফুটবল সূত্রে। ২০০২ সালে পরিচয় থেকে বিয়ে অতঃপর সংসার। কিন্তু সেই ফুটবলই ২০১৮ সালে এসে দুই জনের বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়াল। ইতোমধ্যে রোনালদোভক্ত স্ত্রীকে বিচ্ছেদের নোটিশই পাঠিয়ে দিয়েছেন মেসি-ভক্ত স্বামী!
স্বামী আর্সেনের অভিযোগ, ‘বিশ্বকাপের শুরু থেকেই মেসিকে নিয়ে কটূক্তি করতে থাকে সে। এমনকি আইসল্যান্ডের বিপক্ষে মেসির পেনাল্টি মিস করা নিয়েও হাসি ঠাট্টা করে।’
অনেকদিন ধরেই চলছিলো অশান্তি। কিন্তু ঘটনা চরমে উঠল আর্জেন্টিনা-নাইজেরিয়া ম্যাচের দিন। ওই দিন আর্জেন্টিনা জিতলে আনন্দে মেতে ওঠেন আর্সেন। কিন্তু লুদমিলা স্বামীর এই আনন্দ মেনে নিতে পারেননি। তিনি মেসির সমালোচনা করতে থাকেন। প্রথম ম্যাচে মেসির পেনাল্টি মিসের বিষয়টি এনে স্বামীকে খোঁটা দিকে থাকেন। আর এরপরই ঘটে অঘটন।
এখন প্রশ্ন হলো, মেসি-রোনালদোকে নিয়ে এই পাগলামির কোনো মানে হয়?