আশাশুনিতে মোবাইল কোর্টে নেটজালে আগুন ও রেণু নদীতে নিক্ষেপ
আশাশুনিতে মোবাইল কোর্ট পরিচালনা করে নদী থেকে রেণু পোনা ধরার অপরাধে বিপুল পরিমাণ নেটজাল ও রেণু পোনা আটক করা হয়েছে। আটককৃত মাছ নদীতে ফেলান এবং জাল আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। বুধবার উপজেলার বেদনা নদীতে কোর্ট পরিচালনা করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মাফফারা তাসনীন কুল্যা ইউনিয়নের বাইনতলা, মনোহরপুর ও গাবতলা গ্রামের কাছে বেতনা নদীতে কোট পরিচালনাকালে দেখেন, নদীতে ৭০ ব্যক্তি জালপেতে রেণু পোনা ধরছেন। এসময় তাদের জাল আটক করা হয় এবং অনুমান ৫০ হাজার রেণু পোনা উদ্ধার করা হয়। পরে রেণু পোনা নদীতে ফেলে দেওয়া হয়। আটককৃত নেট জাল বুধহাটা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে প্রকাশ্যে আগুন লাগিয়ে পুড়িয়ে দেওয়া হয়। এ সময় সিনিঃ উপজেলা মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান, স্থানীয় সাংবাদিকবৃন্দ ও সর্বস্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন।