কলারোয়ায় মাদক বিরোধী অভিযানে ১৮ মামলায় ৩০ জন আটক!
সাতক্ষীরার কলারোয়ায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে সফলতার সাথে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেবনাথের নির্দেশ মোতাবেক থানার সেকেন্ড অফিসার বিপ্লব রায়ের দক্ষ নের্তৃত্বে সকল অফিসার নিয়ে উপজেলার বিভিন্ন এলাকা থেকে পৃথক অভিযানে গত জুন (১) মাসে ৩০ জনের মতো আসামীকে আটক করেছে থানা পুলিশ। উদ্ধার করা হয়েছে ২৮৭ পিচ ইয়াবা ট্যাবলেট, ৫০২ গ্রাম গাঁজা ও ১০ বোতল ফেন্সিডিলসহ মাদকপ্য এবং ১৮ টি মাদক মামলায় ৩০ জন আসামী।
থানা সূত্রে জানা গেছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত মাদক বিরোধী চলমান অভিযানে গত জুন মাসে থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দেব নাথের নির্দেশ মোতাবেক থানার সেকেন্ড অফিসার বিপ্লব রায়ের দক্ষ নের্তৃত্বে মাদক বিরোধী অভিযানে ওই সকল মাদকদ্রব্য উদ্ধার করা হয়ে ১৮ টি মামলায় ৩০ জন আসামীকে বিভিন্ন মাদক মামলায় আটক দেখিয়ে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
তাছাড়া উপজেলাকে মাদকমুক্ত ঘোষণা করে সকল নাগরিকে এগিয়ে আসার জন্য থানার পক্ষ থেকে আহবান করা হলে ব্যাপক সাড়া মিলেছে। মাদক ব্যবসা ছেড়ে স্বাভাবিক জীবনে চলা-ফেরা করা প্রত্যেক মানুষ তাদের মৌলিক অধিকারে পরিণত করতে পারে। মাদক সেবীদের মাদক সেবন থেকে বিরত রেখে পরিবারের কাছে ভাল মানুষ হয়ে বেঁচে থাকার প্রত্যয় ব্যক্ত করে পদ চলতে হবে। মাদক পরিবারের কোন সদস্যদের মধ্যে ছড়িয়ে পড়লে সেই পরিবার তিলে তিলে শেষ না করে মাদকসেবীকে ভাল হওয়ার সুযোগ তৈরী করে দিতে হবে। অবিভাবকরা সন্তানদের খোঁজ খবর রাখবে সেজন্য পিতা মাতাদের প্রতি আহবান করা হচ্ছে।
মাদক হলো সমাজ. দেশ, জাতি ও সন্তানদের ধ্বংশ করার মুল হাতিয়ায়। তাই মাদক থেকে সকলকেই দুরে রাখতে হবে, আর কোন স্থানে মাদক ব্যবসা বা সেবনকারী সেবন করতে না পারে সেই বিষয়ে পুলিশকে সঠিক তথ্য দিয়ে আইনের সহয়তা গ্রহণ করা প্রয়োজন।