কলারোয়ায় প্রধানমন্ত্রীর আহ্বানে গণভবনে যাওয়ার প্রস্তুতি সভা
বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে গণভবনে যাওয়ার জন্য উপজেলার ১২টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন সভাপতি/সাধারণ সম্পাদকদের নিয়ে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের আহ্বানে তাঁর অফিসে এ সভার আয়োজন করা হয়।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা-কলারোয়ার সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ।
এসময় নেতৃবৃন্দ আগামী ৭ জুলাই প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আহ্বানে গণভবনে তৃণমূলের নেতাদের সমন্বয়ে অনুষ্ঠিত সভায় সঠিক সময়ে উপস্থিত হয়ে কলারোয়া উপজেলা আ.লীগের কর্মকান্ড সম্পর্কে নেত্রীকে অবহিত করার কথা বলেন।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, আ.লীগ নেতা ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, ইউপি চেয়ারম্যান মাস্টার নুরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, ইউপি চেয়ারম্যান শেখ ইমরান হোসেন, ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আফজাল হোসেন হাবিল, ইউপি চেয়ারম্যান মনিরুল ইসলাম মনি, ইউপি চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু, ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান মফে, ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আবুল কালাম, আ.লীগ নেতা অধ্যক্ষ গাজী রবিউল ইসলাম, সাংবাদিক আব্দুর রহমান, মাস্টার আজিজুর রহমান, মাস্টার হাফিজুর রহমান, জিএম মিজানুর রহমান, আরিজুল ইসলাম, মফিজুল ইসলাম, কওছার আলি, আ.লতিফসহ বিভিন্ন ইউনিয়নের সভাপতি ও সম্পাদকবৃন্দ।