কলারোয়ায় অনুদানের চেক বিতরণ করেন– এড. মুস্তফা লুৎফুল্লাহ, এম.পি
কলারোয়ায় সংসদ সদস্যের ঐচ্ছিক তহবিলের অনুদানের অর্থ, ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মসজিদ/মন্দিরের অনুদান ও উপজেলা পরিষদের রাজস্ব তহবিল হতে অপ্রত্যাশিত খাতের চেক বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধান ও ব্যক্তির হাতে আর্থিক অনুদানের এ চেক তুলে দেন তালা-কলারোয়ার সংসদ সদস্য ও ওয়ার্কার্স পার্টির পলিট ব্যুরো সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ফিরোজ আহম্মেদ স্বপন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলহাজ্ব আরাফাত হোসেন, কলারোয়া থানার নবাগত পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম, ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, কলারোয়া রিপোর্টার্স ক্লাবের সভাপতি আজাদুর রহমান খান চৌধুরী পলাশ, কলারোয়া প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লু, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান কামরুল।
উপজেলা নির্বাহী অফিসার মনিরা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আনোয়ার ময়না, উপজেলার ১২ টি ইউনিয়নের চেয়ারম্যান যথাক্রমে আলহাজ্ব আব্দুল হামিদ সরদার, মাস্টার নুরুল ইসলাম, রবিউল হাসান, শেখ ইমরান হোসেন, এসএম মনিরুল ইসলাম, আফজাল হোসেন হাবিল, মনিরুল ইসলাম মনি, শামসুদ্দীন আল মাসুদ বাবু, আসলামুল আলম আসলাম, মাহাবুবুর রহমান ময়না, মোয়াজ্জেম হোসেন, আবুল কালাম (ভারপ্রাপ্ত), থানার এসআই জসীম উদ্দীন, পৌর আ.লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা শেখ আশিকুর রহমান মুন্না, পৌর কাউন্সিলর আলফাজ উদ্দীন, সাংবাদিক আতাউর রহমান, আসাদুর রহমান আসাদ, জুলফিকার আলি প্রমুখ।
অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠান প্রধানসহ ২৪ ব্যক্তির হাতে অনুদানের সর্বমোট ৪ লক্ষ ৭৪হাজার টাকার চেক বিতরণ করা হয়।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালন করেন উপজেলা সমবায় কর্মকর্তা নওশের আলি।