বেলজিয়ামের বিপক্ষে খেলছেন না কাসেমিরো
দুই ম্যাচে হলুদ কার্ডের নিষেধাজ্ঞায় বেলজিয়ামের বিপক্ষে খেলতে পারবেননা ব্রাজিলীয় মিডফিল্ডার কাসেমিরো।
সোমবার শেষ ষোলোর লড়াইয়ে মেক্সিকোর জোনাথন দস সান্তোসকে রাফ ট্যাকল করে নিজের সর্বনাশ ডেকে আনেন তিনি। ওই ফাউলেই মেলে দ্বিতীয় হলুদ কার্ড।
এর আগে সুইজারল্যান্ডের বিপক্ষে গ্রুপপর্বের প্রথম ম্যাচেও হলুদ কার্ড দেখেছিলেন কাসেমিরো। গ্রুপপর্বে নেইমার ও ফিলিপে কুতিনহোর নামের পাশেও ছিল একটি করে হলুদ কার্ড।
মেক্সিকোর বিপক্ষে তারা কার্ড দেখলে আরো বড় সর্বনাশ হতো ব্রাজিলের। ফাঁড়াটা কাসেমিরোর ওপর দিয়ে যাওয়ায় হয়তো হাঁফ ছেড়ে বেঁচেছেন কোচ তিতে!
এবার ব্রাজিল দলের যে গভীরতা তাতে কোয়ার্টার ফাইনালে কাসেমিরোর অনুপস্থিতি খুব বেশি অনুভূত হওয়ার কথা নয়। সব পজিশনেই বিশ্বমানের বিকল্প আছে তিতের হাতে। বেলজিয়ামের বিপক্ষে কাসেমিরোর জায়গায় দেখা যেতে পারে ফার্নান্দিনহোকে।