কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর হামলায় সিপিবির নিন্দা
সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের নেতাকর্মীদের ওপর ছাত্রলীগের হামলায় ক্ষোভ ও নিন্দা জানিয়েছে বাম রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। তারা বলেন, চলমান ছাত্র আন্দোলনকে বিকৃতভাবে কোটা বিরোধী আন্দোলন আখ্যায়িত করে ঘৃণা ছড়ানো হচ্ছে।
সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম ও সাধারণ সম্পাদক মো. শাহ আলম এক বিবৃতিতে এসব কথা বলেন। তারা আরও বলেন, ছাত্রলীগ আন্দোলনকারীদের মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধা বিরোধী আখ্যায়িত করে নির্মম নিপীড়ন করছে। শহীদ মিনার আন্দোলনকারীদের রক্তে রঞ্জিত করেছে।
তারা বলেন, প্রধানমন্ত্রীর কোটা বিষয়ক ঘোষণা বাস্তবায়ন বিলম্বিত করার মাধ্যমে পরিস্থিতি জটিল করা হচ্ছে। দেশ জুড়ে আন্দোলনকারীদের ওপর আক্রমণ ষাটের দশকে এনএসএফ গুণ্ডাদের অত্যাচারকে হার মানিয়েছে।
ছাত্র সমাজের কোটা সংস্কারের ন্যায়সঙ্গত দাবি উল্লেখ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংসদে দেয়া ঘোষণা অনুযায়ী দ্রুত বাস্তবায়নের দাবি জানান তারা।
বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান অপর এক বিবৃতিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর হামলা এবং গ্রেফতারে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছেন। তিনি বলেন, দেশে ৪৭ ভাগ স্নাতক বেকার। প্রতিদিন এই বেকারের সারি দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। শিক্ষা শেষে কাজের অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। এছাড়া বৈষম্যমূলক এ কোটা ব্যবস্থা সঙ্কটকে আরও ঘনীভূত করেছে।