শ্যামনগরের গোবিন্দপুর কলেজে নবীনবরণ ও উদ্বোধনী ক্লাস
শ্যামনগর উপজেলার ঐতিহ্যবাহী গোবিন্দপুর এ.এইচ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে একাদশ শ্রেণির নবীনবরণ ও উদ্বোধনী ক্লাশ অনুষ্ঠিত হয়েছে। আজ (রোববার) সকাল ১০ টায় কলেজ প্রাঙ্গণে এ নবীনবরণ ও উদ্বোধনী ক্লাসের আয়োজন করা হয়।
অধ্যক্ষ গাজী মোঃ সফিকুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির সভাপতি বাবু মুকুন্দ কুমার মণ্ডল। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্বিত ছিলেন সহ-প্রধান শিক্ষক শচীন্দ্রনাথ মণ্ডল, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সহ-অধ্যাপক মোঃ আলাউদ্দিন ইকবাল, ইসলাম শিক্ষা বিভাগের সহ-অধ্যাপক মোস্তফা নূর মোহাম্মদ, যুক্তিবিদ্যা বিভাগের সহ-অধ্যাপক আসাদুজ্জামান লাভলু, বাংলা বিভাগের সহ-অধ্যাপক প্রবীর কুমার রপ্তান, হিসাব বিজ্ঞান বিভাগের সহ-অধ্যাপক এস.এম হামিদুল ইসলাম সহ অত্র প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষকবৃন্দ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জীববিজ্ঞানের প্রভাষক জহুরুল হক।