সাতক্ষীরায় পুত্র বধূর নির্যাতন সইতে না পেরে থানায় জিডি করলেন শাশুড়ি
সাতক্ষীরায় পুত্র বধূর নির্যাতন সইতে না পেরে থানায় সাধারণ ডায়েরী করেছেন শাশুড়ি হাফিজা খাতুন। ঘটনাটি ঘটেছে সদর উপজেলার বাকাল ইসলামপুর গ্রামে।
থানায় দায়েরকৃত সাধার ডায়েরী সূত্রে জানা যায়, সদর উপজেলার বাঁকাল ইসলামপুর গ্রামের সামাদ সরদারের ছেলে মাছুমের সাথে তিন বছর পূর্বে বিয়ে হয় একই উপজেলার আমতলা আখড়াখোলা গ্রামের ইয়াকুব আলী সরদারের মেয়ে জেসমিন নাহারের। বিয়ের পর তাদের একটি পুত্র সন্তান জন্ম হয়। পুত্র সন্তানের বয়স যখন আড়াই বছর তখন জেসমিননাহার তার শ্বশুর আব্দুস সামাদ ও শাশুড়ি হাফিজা খাতুনের অবাধ্য হয়ে বেপরোয়া চলাফেরাসহ অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়। বিষয়টি স্থানীয় এলাকাবাসী জানতে পারলে জেসমিন তার শ্বশুর বাড়ি থেকে বাবার বাড়ি আমতলা অখড়াখোলায় চলে আসে। বিষয়টি নিয়ে শ্বশুর বাড়ির লোকজনের সাথে মনোমালিন্য সৃষ্টি হয় জেসমিনের। এরই জের ধরে গত ২৯ জুন শুক্রবার সকালে জেসমিন তার বাবা ইয়াকুব আলী, ভাই মোমিনুরসহ কয়েকজনকে নিয়ে শ্বশুর বাড়িতে এসে স্বামী মাছুমসহ তার পরিবারের লোকজনকে ভয়ভীতি ও খুন করার হুমকিসহ মিথ্যা নারী নির্যাতন মামলা দেবে বলে হুমকি প্রদান করে। তারা