ঝাউডাঙ্গায় ভূমিহীন সমিতির উদ্যোগে আলোচনা সভা
জেলা ভূমিহীন সমিতির উদ্যোগ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকালে ঝাউডাঙ্গা বাজারের কাঠের ব্রিজ সংলগ্ন এলাকায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ভূমিহীন নেত্রী মর্জিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা ভূমিহীন সমিতির সভাপতি মোঃ কওছর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা বাস্তহারালীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ, ভূমিহীন উন্নয়ন সমিতির সদস্য সচিব মোঃ শাহজাহান গাজী, সহ-সভাপতি মফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন শেখ আজিজুর রহমান সেলিম, যুগ্ম আহবায়ক বাবলু হাসান, যুগ্ম আহবায়ক শেখ হাফিজুর রহমান, পৌর বাস্তহারালীগের সভাপতি মনিরুজ্জামান টুটুল, সম্মিলিত ঐক্যপরিষদের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম, ভূমিহীন নেতা বাবলু, সাহিত্য সম্পাদক রেজাউল করিম রেজা, হারান, ভূমিহীন নেতা শওকত হোসেন, প্রমুখ। অনষ্ঠানে বক্তারা বলেন, সরকারি খাস জায়গা ভূমিহীন নামে বন্দোবস্ত করে দিতে হবে। ভূমিহীনরাও এদেশের জনগন এজন্য খাস জমি পাওয়ার অধিকার একমাত্র তাদের। সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর এলাকায় মৃত ইমান আলীর দখলে থাকা সরকারি খাস জমি জেলা প্রশাসকের দখলে নেওয়া জেলার ভূমিহীনদের মাঝে বন্দোবস্ত করে দেওয়ার জন্য বক্তারা জোর দাবি জানান। এছাড়া সকল উপজেলার বিভিন্ন জনপদে থাকা খাস জমি ভুমিহীন নামে বন্দোবস্ত, ভূমিদস্যু কর্তৃক ভূমিহীনদের নামে মিথ্যা মামলা প্রত্যহার করার জন্য জেলা প্রশাসের আশু হস্তক্ষেপ কামনা করেন বক্তারা।