এই দিনে: ২৯ জুন ২০১৮
ইতিহাস আজীবন কথা বলে। ইতিহাস মানুষকে ভাবায়, তাড়িত করে। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। সেসব ঘটনাই ইতিহাসে স্থান পায়, যা কিছু ভালো, যা কিছু প্রথম, যা কিছু মানবসভ্যতার অভিশাপ-আশীর্বাদ।
তাই ইতিহাসের দিনপঞ্জি মানুষের কাছে সবসময় গুরুত্ব বহন করে। এই গুরুত্বের কথা মাথায় রেখে পাঠকদের জন্য নিয়মিত আয়োজন ‘ইতিহাসের এই দিন’।
আজ ২৯ জুন ২০১৮, শুক্রবার। ১৫ আষাঢ়, ১৪২৫ বঙ্গাব্দ। এক নজরে দেখে নিন ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।
ঘটনা
১৭৫৭ – লর্ড ক্লাইভ মুর্শিদাবাদে প্রবেশ করেন এবং মীরজাফর বাংলা বিহার ও উড়িষ্যার নবাব হন।
১৮০৭ – রাশিয়া-তুরস্ক যুদ্ধে অ্যাডমিরাল দিমিত্রি সেনিয়াভিন অটোমান নৌবহর ধ্বংস করেন।
১৮১৭ – ব্রিটিশ পার্লামেন্টে ট্রেড ইউনিয়ন আইন পাস।
১৮৬৮ – প্রেস অ্যাসোসিয়েশনের নিউজ এজেন্সি প্রতিষ্ঠিত হয়।
১৯১৩ – বলকান অঞ্চলে দ্বিতীয় যুদ্ধের সূচনা হয়।
১৯৪৬ – বিকিনিতে আমেরিকার প্রথম পরমাণু বোমা পরীক্ষা।
১৯৬০ – জায়ারের স্বাধীনতা লাভ।
১৯৭৬ – ব্রিটেনের কাছ থেকে সেইশেলস দীপপুঞ্জ স্বাধীনতা লাভ করে।
জন্ম
১৯৩৮ – অজিত রায়, বাংলাদেশি সংগীতশিল্পী, সুরকার ও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগঠক।
মৃত্যু
১৮৭৩ – মাইকেল মধুসূদন দত্ত, অন্যতম শ্রেষ্ঠ বাঙালি কবি ও নাট্যকার। ব্রিটিশ ভারতের যশোর জেলার এক সম্ভ্রান্ত কায়স্থ বংশে জন্ম। বাংলার নবজাগরণ সাহিত্যের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব। বাংলা ভাষায় সনেট ও অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। সর্বশ্রেষ্ঠ কীর্তি অমিত্রাক্ষর ছন্দে রামায়ণের উপাখ্যান অবলম্বনে রচিত মেঘনাদবধ কাব্য নামক মহাকাব্য। মাত্র ৪৯ বছর বয়সে কলকাতায় মৃত্যু হয় এই মহাকবির।
২০০২ – উলাহ্-ইয়োহান ডাল, নরওয়েজিয়ান কম্পিউটার বিজ্ঞানী।
২০০৩ – ক্যাথরিন হেপবার্ন, মার্কিন অভিনেত্রী।