ছাত্রীর চুল কেটে দিলেন শিক্ষিকা
গাজীপুরের কালিয়াকৈরের উত্তর দারিয়াপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রেবেকা আক্তারের বিরুদ্ধে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর চুল কেটে দেওয়ার অভিযোগ উঠেছে। ক্লাস চলাকালে ওই শিক্ষিকার ছেলেকে কোলে না রাখায় ছাত্রীর চুল কাটার এ ঘটনা ঘটে। গত সোমবার সকালে এ ঘটনা ঘটে। ওই ছাত্রীর মা গত বুধবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ সাইফুল ইসলামের কাছে লিখিত অভিযোগ করেন।
অভিযোগে জানা যায়, সহকারী শিক্ষক রেবেকা আক্তারের ২০ মাসের এক সন্তানকে প্রতিদিন স্কুলে এনে ক্লাস চলাকালে ওই ছাত্রীর কোলে রাখতে বাধ্য করেন। ভুক্তভোগী ছাত্রী ঘটনাটি তার অভিভাবককে জানালে বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানানো হয়। কিন্তু অভিযুক্ত সহকারী শিক্ষক রেবেকা আক্তার প্রধান শিক্ষক ফিরোজ আহম্মেদের স্ত্রী হওয়ায় কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো ছাত্রীর মাকে গালমন্দ করেন। একপর্যায় ক্ষুব্ধ শিক্ষিকা ওই ছাত্রীর চুল কেটে দেন।
এ ব্যাপারে অভিযুক্ত সহকারী শিক্ষক রেবেকা আক্তার বলেন, ‘স্কুলের ছাত্র-ছাত্রীরা আমার ছেলেকে মাঝেমধ্যে স্কুলে নিয়ে আসার অনুরোধ করে। অনেক দিন পর সন্তানকে স্কুলে নিয়ে এসেছিলাম। তবে ওই ছাত্রীর কাছে আমার সন্তানকে রাখা এবং চুল কেটে দেওয়ার বিষয়টি মিথ্যা। এমন কোনো ঘটনা ঘটেনি।’