সাতক্ষীরায় জেলা গোয়েন্দা পুলিশের অভিযানে ইয়াবা ও ফেনসিডিলসহ ৯ মাদক ব্যবসায়ী আটক
সাতক্ষীরায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের পৃথক অভিযানে ২১০ পিছ ইয়াবা ও ৩০ পিছ ফেনসিডিলসহ ৯ মাদক সেবক ও খুচরা কারবারিকে আটক করা হয়েছে। ধৃতদের মধ্যে একজন মহিলা বিক্রেতাও রয়েছে।
ডিবি পুলিশের পরিদর্শক জুলফিকার আলী জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে শহর ও শহরের আশপাশে অভিযান চালিয়ে ১১০ পিছ ইয়াবাসহ ৩জনকে আটক করা হয়। ধৃতদের মধ্যে শাহিনুর হোসেন, সে শহরের পলাশপোলের আবুল হোসেনের ছেলে। একই এলাকার মুজিবর রহমানের ছেলে জাহিদ হাসান, শহরের মুনজিতপুর এলাকার মৃত মনিরুলের ছেলে সাগর হোসেন।
ডিবি পুলিশের অপর পরিদর্শক শাহারিয়ার হাসান জানান, সদরের শ্রীরামপুর এলাকার মৃত আবুল হোসেনের ছেলে আলী হোসেন, একই এলাকার সবুর আলীর ছেলে ইদ্রিস আলী, মাগুরা এলাকার আনোয়ার আলীর ছেলে মামুন বিল্লাহ, ফিংড়ী এলাকার সবুর সরদারের ছেলে বিল্লাল হোসেন, শহরের মধ্যকাটিয়ার মৃত মকর আলীর ছেলে সরদার মিলন মাহমুদ। এছাড়াও দেবহাটা উপজেলা সদরের আব্দুল হাকিমের স্ত্রী রহিমা খাতুন রয়েছে।
আটক কৃতদের বিরুদ্ধে সাতক্ষীরা সদর থানায় ডিবি পুলিশ বাদী হয়ে মাদক আইনে কয়েকটি মামলা দায়ের করেন।