যুক্তরাষ্ট্রে সংবাদপত্র ভবনে বন্দুক হামলায় নিহত ৫
যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড অঙ্গরাজ্যের স্থানীয় একটি সংবাদপত্র ভবনে বন্দুকধারীর হামলায় পাঁচজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। এ ঘটনায় সন্দেহভাজনকে আটক করে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে মেরিল্যান্ডর ক্যাপিটাল গেজেট নামের একটি সংবাদপত্র ভবনে এই হামলার ঘটনা ঘটে।
বন্দুক হামলার সময়ে সেখানে থাকা পত্রিকাটির অপরাধ বিষয়ক রিপোর্টার ফিল ডেভিস বলেছেন, বেশ কয়েকজন গুলিবিদ্ধ হয়েছেন। তবে তাৎক্ষনিকভাবে পুলিশ এ বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি।
টুইটারে ডেভিস লিখেছেন, কাঁচের দরজার ভিতর দিয়ে বন্দুকধারী বেশ কয়েকজন কর্মীর ওপর গুলিবর্ষন শুরু করে। এর বেশি কিছু বলা যাচ্ছে না আর কাউকে মৃত ঘোষণা করা হয়নি, তবে পরিস্থিতি খারাপ। এছাড়া তিনি টেবিলির নিচ থেকে বন্দুকধারীর অস্ত্রে পোরার শব্দ শুনেছেন বলে জানান।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ডেপুটি প্রেস সেক্রেটারি সাংবাদিকদের জানিয়েছেন, গোলাগুলির ঘটনা সম্পর্কে তাকে জানানো হয়েছে।
অস্ত্র নিয়ন্ত্রণের বিরুদ্ধে সোচ্চার ক্ষমতাশালী অস্ত্র-লবির কারণে যুক্তরাষ্ট্রে বৈধভাবে বন্দুক রাখতে তেমন কোনও বেগ পেতে হয় না। আর এমন বৈধ অস্ত্রের অপপ্রয়োগেই সেখানে ধারাবাহিকভাবে রক্তপাতের ঘটনা ঘটে।