ইতিহাস কি তবে ফিরে ফিরে আসে?
সেই ১৯৯৮ সাল থেকে আজ পর্যন্ত ব্রাজিল ব্যতীত অন্য কোন দল চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জন করার পরের বিশ্বকাপে গ্রুপ স্টেজই পেরোতে পারেনি। হ্যা,পারেনি!! তাহলে কি ইতিহাস ফিরে ফিরে আসে? অঘটন নাকি কাকতালীয় অদৃশ্য বিমূঢ় কোনো রহস্য।
দেখে নেয়া যাক
১. ১৯৯৮ সালে বিশ্বকাপ জিতেছিল ফ্রান্স এবং ২০০২ সালে তারা গ্রুপ স্টেজই পেরোতে পারেনি।
২.২০০২ সালের বিশ্বকাপজয়ী দল ছিল ব্রাজিল। ব্যতিক্রম শুধু এখানেই কারণ পরবর্তী বিশ্বকাপে ব্রাজিল খেলেছে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত।
৩.২০০৬ সালে বিশ্বজয়ী দল ছিল ইতালি। পেরোতে পারেনি গ্রুপ পর্ব ২০১০ এ।
৪. আবার স্পেন ২০১০ এ বিশ্বকাপজয়ী দল, বাদ পড়েছিল ১৪’ এর ত্রুপ স্টেজেই।
৫. আর সর্বশেষ অঘটন ছিল কাল। ২০১৪ এর বিশ্ব দাপিয়ে বেড়ানো জয়ী দল জার্মানিকে আন্ডারডগ দক্ষিণ কোরিয়া ২-০ তে উড়িয়ে দিশে গ্রুপ পর্ব দিয়েই ছিটকে দিল জার্মানিকে, রাশিয়া ২০১৮ বিশ্বকাপ তো ইতোমধ্যেই কত অঘটনের সাক্ষী হয়ে রইল।